করোনা আক্রান্ত অভিনেতা সোহম : ভর্তি করা হল চিকিৎসাকেন্দ্রে

30th September 2020 9:38 am কলকাতা
করোনা আক্রান্ত অভিনেতা সোহম : ভর্তি করা হল চিকিৎসাকেন্দ্রে


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ফের করোনার থাবা টলি পাড়ায় । অভিনেতা সোহম চক্রবর্তী করোনা আক্রান্ত । ইতিমধ‍্যেই তাকে ভর্তি করা হয়েছে ই এম বাইপাস এর ধারে একটি চিকিৎসাকেন্দ্রে । শরীরে অল্প জ্বর থাকলেও তার শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে । অহেতুক দুশ্চিন্তার কোনো কারন নেই বলেও জানানো হয়েছে । 

অভিনেতা ছাড়াও তৃণমূল যুব কংগ্ৰেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সোহম চক্রবর্তী । জেলায় জেলায় সংগঠন মজবুত করতে একাধিক বৈঠক ও করেছেন তিনি । স্বাভাবিকভাবেই তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে । কারা কারা সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখে তাদের জন‍্য বাড়তি সতর্কতা জারি করা হতে পারে বলে জানা গেছে । সোহম চক্রবর্তীর করোনা আক্রান্তের খবর পাওয়ার পরেই জেলার সাংগঠনিক বিভিন্ন স্তর থেকে তার দ্রুত আরোগ‍্য কামনা করা হয়েছে । অভিনেতাকে পর্যবেক্ষনে রেখেছেন চিকিৎসকরা । সোহম এর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই তার স্ত্রী ও সন্তানদের টেষ্ট করানো হয় । তাদের রিপোর্ট নেগেটিভ বলে জানা গেছে । ইতিপূর্বে কোয়েল মল্লিক , রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছিলেন । তারা এখন সকলেই সুস্থ । একাধিক সিরিয়ালের কলাকুশলীরা করোনা আক্রান্ত হয়েছেন । এবার সোহম চক্রবর্তী করোনা আক্রান্ত । টলি পাড়ায় আরো সতর্কতা নেওয়া হচ্ছে । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।